রাজধানীর চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব–১০–এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে র্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. আবু হাসান এবং পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুনেছা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে র্যাব–১০ সহযোগিতা প্রদান করে।
অভিযানকালে চকবাজার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদনবিহীন ও নিষিদ্ধ পলিথিন বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় মো. জসিমকে ১ লাখ ৫০ হাজার, মো. আলামিনকে ১ লাখ এবং বাবুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়—মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৫০ হাজার টাকা।
র্যাব জানিয়েছে, পরিবেশ সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে সংস্থাটির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ