পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ আগুনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরিফুল আহমেদ ভূঁইয়া জানান, রূপপুর প্রকল্পের একপাশে কাঠের স্তূপ রাখা ছিল। হঠাৎ কর্মরতরা সেখানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ইউনিটের লোকজন ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন দেখা যায়। রূপপুর কেন্দ্রের মাত্র ৩০০ গজ দূরেই ফায়ার সার্ভিসের একটি স্টেশন থাকায় দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর পর্যায়ক্রমে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন, গ্রিন সিটি ফায়ার সার্ভিস স্টেশন, রূপপুর অস্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন, ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনসহ মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন রূপপুর গ্রিন সিটি ফায়ার স্টেশনের কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএইচটি