খাগড়াছড়িতে আরণ্যক ভ্যাকসিন হোম ও পার্কহিল ক্লিনিকাল ল্যাবরেটরির মধ্যে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে একটি চুক্তি স্বাক্ষর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আরণ্যক ভ্যাকসিন হোমের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ-উজ-জামান। এছাড়া আরও বক্তব্য রাখেন পার্কহিল ক্লিনিকাল ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক ডা. পলাশ মিত্র, আরণ্যক ভ্যাকসিন হোমের ব্যবস্থাপনা পরিচালক জুতিষ্ঠী কুমার দাশ ও সাংবাদিক জহুরুল আলম।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উভয় প্রতিষ্ঠান মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একসঙ্গে কাজ করবে।
বিডি-প্রতিদিন/মাইনুল