বালু মহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী আব্দুল হাকিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার আসামিকে গ্রেফতারের পর এমন তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, এলজি এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহপাড়া এলাকা থেকে আব্দুল্লাহ খোকন (ল্যাংড়া খোকন) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে সে হত্যায় জড়িত থাকার স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গত রবিবার (২ নভেম্বর) নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে মারুফ নামের আরেক জনকে গ্রেফতার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারুফ জানায়, হত্যায় ব্যবহার হওয়া অস্ত্র সাকলাইন হোসেন নামে এক আসামির হেফাজতে রয়েছে। এরপর গত মঙ্গলবার (৪ নভেম্বর) নোয়াপাড়া এলাকায় অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এসময় একনলা বন্দুক, এলজি এবং হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া মোটরসাইকেলসহ সাকলাইন হোসেনকে গ্রেফতার করেন তারা।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারের পর আসামিরা বালু মহাল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জেরে আব্দুল হাকিমকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। এছাড়াও তদন্তে হত্যার সাথে জড়িত রয়েছে এমন ১০ থেকে ১২ জনের পরিচয় সনাক্ত করা হয়েছে। সেই সাথে নোয়াপাড়া, চৌধুরীহাট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বিকালে ব্যবসায়ী আবদুল হাকিম নিজের গাড়িতে করে শহরে ফিরছিলেন। মদুনাঘাট সেতুর পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন যুবক তার গাড়ির সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।
ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ ও হাটহাজারী থানা যৌথভাবে তদন্ত শুরু করে।
বিডি প্রতিদিন/কামাল