মেঘনা নদীর বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড।
বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয় বলে কোস্টগার্ডের কালিগঞ্জ স্টেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টায় কোস্টগার্ড মেঘনা নদীর সবুজ বয়াসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, জালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা জাল পরে তীরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকার মাঝিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক