ঘুষ বা তদবির ছাড়া স্বচ্ছতার মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির ৫৭ জন কর্মচারীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সবার সামনে লটারির মাধ্যমে এ বদলি কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের উপস্থিতিতে অনুষ্ঠিত লটারিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, এনডিসি ফরিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, বদলির ক্ষেত্রে তদবির ও ঘুষের প্রবণতা বন্ধে এই উদ্যোগ নেয়া হয়েছে। লটারির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে একজন কর্মচারী নিজেই বক্স থেকে উপজেলার নাম তুলে তার নতুন কর্মস্থল নির্ধারণ করেন।
যদিও কয়েকজন কর্মচারী পছন্দের উপজেলায় বদলি না হওয়ায় সামান্য অসন্তোষ প্রকাশ করেন, তবুও অধিকাংশই প্রক্রিয়াটিকে স্বচ্ছ ও ন্যায্য বলে মন্তব্য করেন।
অফিস সহকারী প্রতীমা রানী চক্রবর্তী বলেন, চাকরি জীবনে এমন ব্যতিক্রম নিয়ম কখনো দেখিনি, ভালো লেগেছে।
দাউদকান্দির উপ-প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির চৌধুরী বলেন, সবার সামনে লটারি হওয়ায় বদলি নিয়ে কোনো পক্ষপাতিত্ব হয়নি।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানান, দীর্ঘদিন এক স্থানে থাকলে দুর্নীতির ঝুঁকি থাকে, আর বদলি নিয়ে নানা তদবিরও আসে। তাই সবার সমান সুযোগ নিশ্চিতে আমরা লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নিয়েছি। বিশেষ কিছু ক্ষেত্রে মানবিক বিবেচনায় ছাড় দেয়া হয়েছে।
তিনি আরও জানান, ধীরে ধীরে অন্যান্য কর্মচারীদেরও একই প্রক্রিয়ায় বদলি করা হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল