শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ মোহনের ব্যক্তিগত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ফুড কোর্ট এবং হ্যান্ডবল গ্রাউন্ড সংলগ্ন মাঠের পাশে খেলোয়াড়দের জন্য একটি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এটি উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সহ-সভাপতি মার্জিয়া সুলতানা পিংকী, সাধারণ সম্পাদক নাইম সরকার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান চাঁদ, মারুফ বিল্লাহ, আফফান ও মুস্তাকিম প্রমুখ।
এমন উদ্যোগ প্রসঙ্গে আদনান মোহন বলেন, বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টের পাশে হ্যান্ডবল গ্রাউন্ড রয়েছে। প্রতিদিন শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করে। কিন্তু দীর্ঘদিন ওই জায়গায় বিশুদ্ধ পানির সংকট ছিল। প্রশাসনকে অবহিত করেও কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। তাই শিক্ষার্থীদের দুর্ভোগ দূর করতে ব্যক্তিগত উদ্যোগে ফিল্টার স্থাপন করেছি।
বিডিপ্রতিদিন/কবিরুল