রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, মুগ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক ৮৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মোট ২৬৯০ কেজি বীজ, ৭৩০০ কেজি ডিএপি সার এবং ৬৯৫০ কেজি এমওপি সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাতসহ স্থানীয় কৃষকরা।
বিডি-প্রতিদিন/জামশেদ