নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান ওরফে সাদিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া সাদিকুর রহমান (২৭) আড়াইহাজারের উজান গোবিন্দি এলাকার বাসিন্দা।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানিয়েছেন, আসামির উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। ভাবি রাজিয়া টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে ধারাল বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন তাকে। পরে ঘুমন্ত অবস্থায় থাকা রাজিয়ার আট বছর বয়সী ছেলে তালহাকেও হত্যা করে আলমারিতে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বেগম অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন। তদন্তে সাদিকুরের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।