খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ৫৯তম ট্রেইনি রিক্রুুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
৫৯তম টিআরসি ব্যাচের ৫৪৬ জন প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি, পিবিআই মো. মোস্তফা কামাল।
পরে তিনি কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রফি প্রদান করেন। ৫৯তম টিআরসি ব্যাচের মধ্যে সর্ববিষয়ে চৌকস, একাডেমি ও মাঠ, শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন শেখ আবু তুরাব, এবং মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন মো. শাকিল।
অ্যাডিশনাল আইজি সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত কনস্টেবলদের উদ্দেশ্যে বক্তৃতায় বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি বলেন, পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা করা নয়, সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মাদক প্রতিরোধ, ট্রাফিক নিয়ন্ত্রণ, নারী ও শিশু সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পুলিশের ভূমিকা অপরিহার্য। তিনি পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাসরক্ষা, ধর্ম বর্ণ, লিঙ্গ, শ্রেণিভেদে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও কর্মজীবনে আইনি সেবা জনগণের দোরগোড়োয় পৌঁছাতে নবীনদের প্রতি নিদের্শনা প্রদান করেন।
কুচকাওয়াজ খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভুঁইয়া, জাহানাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, খুলনা পুলিশ রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ