মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে গোল্ডেন বুট জেতার পর এবার টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা একাদশে জায়গা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে যোগদানের পর এই স্বীকৃতি মেসির জন্য বিশেষ মাহাত্ম্যের।
৩৮ বছর বয়সী মেসি এই মৌসুমে এমএলএসের ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোল করার কীর্তি গড়েছেন। পাশাপাশি গোল এবং অ্যাসিস্ট—উভয় বিভাগে লিগের শীর্ষে থাকার বিশেষ রেকর্ডও নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন তিনি।
এমএলএসের সেরা একাদশে মোট নয়টি ক্লাবের প্রতিনিধিত্ব রয়েছে, যার মধ্যে ছয়জন খেলোয়াড় প্রথমবার এই সম্মান পেয়েছেন। ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস থেকে সর্বোচ্চ দুইজন করে খেলোয়াড় স্থান পেয়েছেন।
ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত অ্যালেক্স ফ্রিম্যান আছেন এই একাদশে। অরল্যান্ডো সিটির এই তারকা গত পাঁচ বছরের মধ্যে সেরা একাদশে জায়গা পাওয়া সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়। অন্যদিকে, সান ডিয়েগো এফসির আন্ডার্স ড্রেয়ার প্রথমবার কোনো নতুন এক্সপ্যানশন টিম থেকে এই সম্মান পেয়েছেন।
ডেনিস বুয়াঙ্গা টানা তৃতীয়বার সেরা একাদশে জায়গা করে ইতিহাস গড়েছেন। আক্রমণভাগে আছেন মেসি, ড্রেয়ার এবং বুয়াঙ্গা।
এছাড়া চারজন খেলোয়াড়- ফ্রিম্যান, ব্ল্যাকমন, সেবাস্তিয়ান বার্থাল্টার ও ক্রিশ্চিয়ান রোলডান এই বছর যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলেছেন। ডেইন সেন্ট ক্লেয়ার কানাডার প্রতিনিধিত্ব করছেন এবং গত এক দশকে দ্বিতীয়বার এমএলএস বেস্ট ইলেভেনে জায়গা পেয়েছেন।
এমএলএস বর্ষসেরা একাদশ:
গোলকিপার: ডেইন সেন্ট ক্লেয়ার (মিনেসোটা ইউনাইটেড এফসি)
ডিফেন্ডার: ট্রিস্টান ব্ল্যাকমন (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসি), অ্যালেক্স ফ্রিম্যান (অরল্যান্ডো সিটি এসসি), জ্যাকব গ্লেসনেস (ফিলাডেলফিয়া ইউনিয়ন), কাই ওয়াগনার (ফিলাডেলফিয়া ইউনিয়ন)
মিডফিল্ডার: সেবাস্তিয়ান বার্থাল্টার (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসি), ইভান্ডার (এফসি সিনসিনাটি), ক্রিশ্চিয়ান রোলডান (সিয়াটল সাউন্ডার্স এফসি)
ফরোয়ার্ড: ডেনিস বুয়াঙ্গা (এলএএফসি), আন্ডার্স ড্রেয়ার (সান ডিয়েগো এফসি), লিওনেল মেসি (ইন্টার মায়ামি সিএফ)
বিডি প্রতিদিন/মুসা