নিউজিল্যান্ডের সাবেক দুই তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেটোরি ও শেন বন্ড শুরু করছেন কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়। ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে বড় রদবদল হয়েছে, বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে যাচ্ছেন ভেটোরি, তার জায়গায় আসছেন দেশসঙ্গী শেন বন্ড।
ফিনিক্সে যোগ দেওয়ার আগে ভেটোরি নতুন মালিকানাধীন সানরাইজার্স লিডস দলে যাচ্ছেন। পূর্বে দলটির নাম ছিল নর্দান সুপারচার্জার্স, তবে ভারতের সান গ্রুপ মালিকানা নেওয়ার পর নাম বদলে হয়েছে সানরাইজার্স লিডস, তারা আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদেরও মালিক। ভেটোরি সেখানে যোগ দিচ্ছেন নতুন কোচ হিসেবে। অন্যদিকে, ফিনিক্সের সঙ্গে দুই বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন বন্ড।
সাবেক ফাস্ট বোলার বন্ড কোচ হিসেবে ইতোমধ্যেই বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছেন। আইপিএলে সাত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি, এরপর একই দায়িত্ব পালন করেছেন রাজস্থান রয়্যালসে। এছাড়া দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালস ও বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ৫০ বছর বয়সী সাবেক গতিতারকা।
সম্প্রতি বার্মিংহাম ফিনিক্সের মালিকানায় এসেছে পরিবর্তন। ওয়ারউইকশায়ার কাউন্টির পাশাপাশি এখন দলটির যৌথ মালিক যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল, তারা ইংল্যান্ডের বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবেরও মালিক। নতুন মালিকানার অধীনে ক্লাবের পুনর্গঠন শুরু হচ্ছে বন্ডকে নিয়োগের মধ্য দিয়েই।
ফিনিক্সের পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস জানিয়েছেন, বন্ডকে কোচ হিসেবে পেয়ে তারা দারুণ আশাবাদী।
বিডি প্রতিদিন/মুসা