খাগড়াছড়ির গুইমারায় রামসু বাজারে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই চেক বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৯৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে, নিহত তিনজনের পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা এবং আহত ১৩ জনকে ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। সর্বমোট ২৭ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এদিন বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামেও ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরিফিন জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/জামশেদ