দুই কনটেইনার বোঝাই ২৪ হাজার ৯৬০ কেজি আমদানি নিষিদ্ধ পপি সিড (পোস্ত দানা) জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা। যার বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা। চালানটি গত মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হলেও রাসায়নিক পরীক্ষায় পণ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার জব্দের তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
কাস্টম হাউস সূত্র জানান, চট্টগ্রামের কোরাবনিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিংয়ের নামে বার্ড ফুড ঘোষণায় পাকিস্তান থেকে ৯ অক্টোবর চালানটি বন্দরে আসে। এরপর খালাসের জন্য নেওয়া হয় অফডকে। গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনার দুটির খালাস কার্যক্রম স্থগিত করা হয়। ২২ অক্টোবর কায়িক পরীক্ষায় ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড এবং ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড পাওয়া যায়। পণ্যের নমুনা সংগ্রহের পর ল্যাবে রাসায়নিক পরীক্ষায় পণ্য দুটির একটি পপি সিড বলে শনাক্ত হয়। চালানটির ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ টাকা। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের বাজারমূল্য সাড়ে ৬ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার এইচএম কবির চালানটি আটকের বিষয় নিশ্চিত করে জানান, পপি সিড অঙ্কুরোদগম উপযোগী হলে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। আমদানি নীতি আদেশ ২০২১-২৪ এর অনুচ্ছেদ ৩(১) (খ) অনুসারে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ১৫ নম্বর ক্রমিকে পপি সিড রয়েছে। দেশে মসলা হিসেবে (পোস্ত দানা) পপি সিডের ব্যবহার হয়।
বিডি প্রতিদিন/আরাফাত