আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, লিফলেট ও মিষ্টি বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে তিনি বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। এ সময় তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে লিফলেট বিতরণ ও ভোটারদের মাঝে মিষ্টি বিতরণ করেন তিনি।
গণসংযোগকালে ভিপি সাইফুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে প্রার্থী হওয়ায় জনগণের মাঝে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে। দিন যত ঘনিয়ে আসছে, এই উল্লাস তত বাড়ছে। বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ছাড়া আর কাউকে ভোটের মাঠে পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, ইতোমধ্যে জেলায় ধানের শীষ প্রতীকের গণজোয়ার বইতে শুরু করেছে। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে বলছি—আপনাদের নেতা তারেক রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন। এই কথা শুনে মানুষ উচ্ছ্বসিত হয়ে ঘর থেকে বের হচ্ছেন, তারেক রহমানের হয়ে কাজ করছেন। তারা বলছেন, দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারিনি। এবার আমরা ভোটের অপেক্ষায় আছি এবং সর্বোচ্চ ভোটে তারেক রহমানকে বিজয়ী করব।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মাহমুদ শরীফ মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, রাশেদুল ইসলাম, যুবনেতা নূর মো. রাঙ্গা, ছাত্রনেতা রবিউল আওয়াল ও শেখ যুবায়েত হাসান নাহিদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল