লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৃহস্পতিবার(৬ নভেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাকিনা খাদ্যগুদাম এলাকার একটি তুলার গুদামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গুদামে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
শেখ আলী আকবর নামে এক ব্যবসায়ী বলেন, চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা পথের ফকির হয়ে গেলাম। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, তুলার গুদাম হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময়ের প্রয়োজন হয়েছে। এতে আশেপাশের বেশ কয়েকটি খাদ্যগুদামে আগুন ছড়িয়ে পড়া বন্ধ করা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেন নি।
বিডি প্রতিদিন/কামাল