ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নিঃশর্ত যুদ্ধবিরতি চাইতে বাধ্য করেছিল। এসময় তিনি ইরানি বাহিনীর ভূয়সী প্রশংসাও করেন।
প্রশাসনিক পরিষদের মিটিংয়ের সময় বৃহস্পতিবার সন্ধ্যায় আরাঘচি ঘোষণা করেন, ১২ দিনের যুদ্ধের সময় শত্রুদের সব রকমের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
আরাঘচি দাবি করেন, ভুল ধারণাই তাদের ডুবিয়েছে। তারা ভাবতেও পারেনি ইরান এতো দ্রুত এমন আক্রমণ করে বসবে। আর সেই বাস্তবতায় দাঁড়িয়েই শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
আরাঘচি আরও দাবি করছেন, সেই যুদ্ধের সময় প্রথম দিক থেকেই তারা (ইসরায়েল-আমেরিকা) আত্মসমর্পণের জন্য নিঃশর্ত সমঝোতা বার্তা পাঠাতে থাকে। তার দাবি, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দিয়েছিলেন।
আরাঘচির ভাষায়, তারা লক্ষ্য অর্জন করতে হঠাৎ বিস্ময়কর হামলা চালিয়েছিল। তারা ভেবেছিল দুই-তিন দিনের মধ্যেই ইরান আত্মসমর্পণের জন্য হাত ঊঁচু করবে। তবে তারা নেতার (আয়াতুল্লাহ আলি খামেনি) প্রজ্ঞা বুঝতে পারেনি। বুঝতে পারেনি ইরান এতো দ্রুত সেনাবাহিনী আবার পুনর্গঠন করে ফেলবে। তারা বুঝতে পারেনি ইরান এতো দ্রুত পরিস্থিতি সামলে দেশরক্ষায় ঝাঁপিয়ে পড়বে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল