ভারতে চিকিৎসা করাতে এসে সড়ক দুর্ঘটনায় জিয়ারুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ত্রিপুরা রাজ্যের চেলিখোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশের রহিমপুর থেকে পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন জিয়ারুল। এদিন সন্ধ্যায় ত্রিপুরায় এক আত্মীয়ের কাছ থেকে একটি মোটরসাইকেল নিয়ে রাস্তায় চালাচ্ছিলেন তিনি। চেলিখোলা বাজারের কাছে পৌঁছালে একটি পণ্যবাহী দ্রুতগামী বোলেরো গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পান জিয়ারুল।
পরে বিশালগড় ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস আহত জিয়ারুলকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।
জিয়ারুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
বিডি-প্রতিদিন/তানিয়া