টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৬তম টিআরসি ব্যাচের ট্রেইনিং রিক্রুট (কনস্টেবল) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এবার ৫৬তম ব্যাচের মোট প্রশিক্ষণার্থী ছিলেন ৬২৩ জন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আওলাদ হোসেন প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমসহ পুলিশ ট্রেনিং সেন্টারের অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি এ কে এম আওলাদ হোসেন প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতা, সততা, নিষ্ঠা, একাগ্রতা কর্মজীবনে প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা প্রদান করেন এবং নবীন সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন