সিরাজগঞ্জের সলঙ্গায় অটোচালক আমিরুল ইসলামের কঙ্কাল উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আটকরা হলেন- সলঙ্গা থানার চকহিনাল গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে সাহেব আলী প্রামাণিক (২৫), একই গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মো. মনিরুজ্জামান সরকার (৪৪) এবং তাড়াশ উপজেলার ওয়াসিন গ্রামের মৃত আব্দুল বাহেরের ছেলে আব্দুল আজিম প্রাং (৩১)।
ডিবি পুলিশের উপপরিদর্শক মো. নাজমুল হক জানান, নিহত আমিরুল ইসলাম (২০) গত ৫ আগস্ট দুপুরে বাড়ি থেকে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে অটোমিশুক নিয়ে বের হলেও রাতে আর ফেরেননি। পরে তার পরিবার থানায় জিডি করে। গত ১৮ অক্টোবর স্থানীয়রা রামকৃষ্ণপুর ইউনিয়নের চকহিনাল উত্তরপাড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচে মাথার খুলি ও শরীরের অংশবিশেষ দেখতে পান। পরে আমিরুলের মা তার প্যান্টের কাপড় দেখে কঙ্কালটি শনাক্ত করেন।
নাজমুল হক আরও বলেন ডিবি পুলিশ ঘটনার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামিকে শনাক্ত করে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অটোর হ্যান্ডেল, মিটার, হেডলাইট, তিনটি চাকা, অটোর বডি ও ব্যাটারি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল অটো ছিনতাই। আসামিরা প্রথমে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পরে আমিরুলকে হত্যা করে ডোবার পানিতে ফেলে রেখে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ