বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, গণতন্ত্র লড়াইয়ের সংগ্রামে তরিকুল ইসলাম ছিলেন আপোষহীন নেতা। তাঁর মত খুব কম সংখ্যক মানুষ এ দেশে জন্মেছেন। এরশাদ সরকারের হাতে তার মত শারীরিক নির্যাতন দ্বিতীয় কাউকে ভোগ করতে হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম শুধু যশোরের নেতা ছিলেন না। তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এ দেশের প্রতিটি নাগরিকের নেতা। তিনি আমাদের শিখিয়ে গেছেন দেশ ও দেশের মানুষ কে কীভাবে ভালোবাসতে হয়। এ কারণে তিনি মৃত্যুর পরও দেশবাসীর মাঝে আজন্মকাল বেঁচে থাকবেন।
তিনি বুধবার শার্শা উপজেলা বিএনপি আয়োজিত তরিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এ সময় বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ ও উপজেলা যুবদলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন