সাভারের আশুলিয়ায় অবৈধ ছয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
এসময় সব ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি একটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা ও এক ইটভাটার ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সকালে তিনি আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- মেসার্স এসআরএম ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মেসার্স ওরিন ব্রিকস, মেসার্স ব্রিকস লি., মেসার্স নিউ ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও মেসার্স আরইএস ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে মেসার্স পিবিসি ব্রিকস ইটভাটাকে পরিবেশ আইনে ৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, অবৈধ ও পরিবেশবিধি লঙ্ঘনকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ