উপকূলীয় জেলা বাগেরহাটে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে এ জেলায় কয়েকজন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী লিফলেট বিতরণ ও মাইকিং কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান প্রাঙ্গণ থেকে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শহরের পুরাতন বাজার, মুনিগঞ্জ, হাড়িখালী ও জেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং পরিচালনা করেন শুভসংঘের সদস্যরা। পাশাপাশি শহরজুড়ে দিনব্যাপী প্রচার-প্রচারণা চালানো হয়। বসুন্ধরা শুভসংঘের এই জনসচেতনতামূলক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসিম কুমার সমাদ্দার।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি হলো সচেতনতা ও পরিচ্ছন্নতা। সবাইকে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও পানি জমে না থাকে। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ার, প্লাস্টিকের পাত্র বা ছাদে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিতে হবে। প্রতি তিন দিন অন্তর ফুলদানি, পোষা প্রাণীর পানির পাত্র ও ফ্রিজের ট্রের পানি পরিবর্তন করতে হবে।
তিনি আরও বলেন, তিন দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে পরীক্ষা করাতে হবে। সময়মতো শনাক্ত হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। ডা. অসিম কুমার সমাদ্দার বসুন্ধরা শুভসংঘের উদ্যোগকে প্রশংসা করে বলেন, বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠনগুলো যদি নিয়মিতভাবে জনগণকে সচেতন করে, তাহলে ডেঙ্গু সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
লিফলেট বিতরণ ও মাইকিং কর্মসূচি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. আবু বকর সিদ্দিক, সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরদার, সহসভাপতি তিলকা সারহানা তমা ও ইমরান কবির রোমেল, যুগ্ম সাধারণ সম্পাদক কুমকুম আক্তার মাহি, দফতর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ঐশ্বর্য আক্তার ভাবনা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিকাশ রায়, কর্মপরিকল্পনা সম্পাদক রাতুল কুমার শীল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলিমুন হক মুন্না, সমাজকল্যাণ সম্পাদক রাব্বি মোল্লা ও নারীবিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার।
বিডি প্রতিদিন/কেএইচটি