বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে এক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ফকিরহাটের বসুন্ধরা শুভসংঘের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সমাজের পিছিয়ে পড়া ও ভরণপোষণে অক্ষম একটি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে নিম্ন আয়ের পরিবারগুলো যখন জীবিকা নির্বাহে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, তখন শুভসংঘের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাবু দুলাল কৃষ্ণ রাহা, এবং বিশেষ অতিথি ছিলেন আব্দুর রব। এছাড়াও উপস্থিত ছিলেন নিমাই কৃষ্ণ দাস, আলিজা সুলতানা, কবিতা দাস, সাবরিনা খান ও তারিকুল ইসলাম।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার সভাপতি অনিমেষ কুমার মজুমদারএবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক হালিমা খাতুন। সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাথী বসু, পল্লব আচার্য ও চিন্ময় মজুমদার প্রমুখ।
প্রধান অতিথি দুলাল কৃষ্ণ রাহা বলেন, “শুভসংঘের এই উদ্যোগ সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আজকের দিনে প্রকৃত সেবার প্রতীক।”
খাদ্যসামগ্রী গ্রহণকারী রোজিনা বেগম বলেন, “আমাদের এই কষ্টের সময়ে শুভসংঘের সহায়তা যেন আশীর্বাদের মতো। আমরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞ।”
বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন প্রান্তে অসহায়, দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে থেকে নিয়মিত মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ফকিরহাটে অনুষ্ঠিত এই কর্মসূচিও সেই ধারাবাহিক মানবসেবারই অংশ।
বিডি-প্রতিদিন/তানিয়া