‘সচেতন শিক্ষার্থী—নিরাপদ সড়ক’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মানতে উৎসাহিত করতে জেব্রাক্রসিং অঙ্কনের বিশেষ উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
শুক্রবার বিকেল থেকে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার সদস্যরা পৌর এলাকার গলাচিপা সরকারি কলেজ, বনানী রোডে দারুল কোরআন ক্যাডেট মাদ্রাসার সামনে জেব্রাক্রসিং এবং এম এম ইন্টারন্যাশনাল স্কুল, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্পিডব্রেকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের রাস্তায় নতুন করে জেব্রাক্রসিং আঁকেন।
সোমবার (৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পথচারী নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘের গলাচিপা উপজেলা শাখার সমন্বয়ক মো. মিজানুর রহমান বলেন, আমরা চাই শিক্ষার্থীরা যেন ছোটবেলা থেকেই নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তোলে। জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপার শুধু নিরাপত্তাই নয়, এটি সচেতন নাগরিকত্বের প্রতীক।
তিনি আরও বলেন, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পর্যায়ক্রমে জেব্রাক্রসিং অঙ্কনের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা ট্রাফিক শৃঙ্খলা সম্পর্কে আরও সচেতন হবে।
সমাজকর্মী হুজ্জাতুল ইসলাম শুভসংঘের এই কার্যক্রমের প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ সড়ক দুর্ঘটনা কমাতে সহায়তা করবে এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।
বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার সদস্যসচিব তরিকুল ইসলাম মুন্না বলেন, বসুন্ধরা শুভসংঘ সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণে কাজ করছে। সড়ক নিরাপত্তা সচেতনতার অংশ হিসেবে সারা দেশে ধারাবাহিকভাবে জেব্রাক্রসিং অঙ্কন কার্যক্রম চলছে। ভবিষ্যতে আমরা আরও বৃহৎ আকারে এই কার্যক্রম পরিচালনা করব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব তরিকুল ইসলাম মুন্না, সদস্য তাওহীদ ইসলাম, শাহীন নাইফ, গাজী আনোয়ার হোসাইন, মো. আরাফাত, মাইনুল ইসলাম বায়োজিদ, নীরব প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘের দেশব্যাপী ধারাবাহিক সামাজিক কাজের অংশ ছিল এটি। আগামীতে আরও ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
বিডি প্রতিদিন/কেএইচটি