মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুর আড়াইটায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হাজী রশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শুভসংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ।
এ সময় বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন শিক্ষার্থী মিম আক্তার ও ফাহিজা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলাই প্রশিক্ষক মোছা. নাহার বেগম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুর ইসলাম ও ইয়াকুব আলী, শুভসংঘের সদস্য মোহাম্মদ ওমর ফারুক এবং দৈনিক কালের কণ্ঠের শ্রীমঙ্গল উপজেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. আল আমিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সারাদেশে আর্থিক সহায়তা, রাস্তাঘাট সৌন্দর্যবর্ধন, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ অস্বচ্ছল মানুষকে স্বাবলম্বী করে তোলার কার্যক্রম প্রশংসনীয়।
শুভসংঘের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম জানান, তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কেন্দ্রে ১৫ জন অসহায় ও অস্বচ্ছল শিক্ষার্থীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে।
বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা সম্পাদক আনহার আহমদ সমশাদ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশের একটি বড় শিল্প প্রতিষ্ঠান, যারা কারিগরি প্রশিক্ষণসহ নানা কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন বলেন,‘বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শিক্ষার্থীদের আত্মনির্ভর হতে সহায়তা করবে।কারিগরি প্রশিক্ষণ বাস্তব জীবনে উন্নয়নের পথ প্রশস্ত করে।’
বিডি-প্রতিদিন/আশফাক