কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফার আলোক নারীর ক্ষমতায়ন হবে। কৃষকের উন্নয়ন করা হবে। এক কোটি বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পিছিয়ে পড়া হাওর অঞ্চলে উড়াল সড়ক নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
শনিবার বিকালে ধর্মপাশা উপজেলার সেলবরষে ইউনিয়নের মাটিকাটা স্কুল প্রাঙ্গণে ৩১ দফার প্রচারে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
বিএনপি নেতা মো. রফিক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, উপজেলা আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল