বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “বাংলাদেশে হিন্দুদের কিছু হবার আগে আমি, টুকু ঢাল হয়ে দাঁড়াবো।”
তিনি বলেন, “৫ আগস্টের আগে আমি বলেছিলাম— দেশে যেন কোনো হিন্দু নির্যাতিত না হয়, তাদের দোকানপাটে যেন হামলা না হয়। আমি সেই কথা রেখেছি, তাই দেশে কোনো হিন্দু নির্যাতিত হয়নি।”
শুক্রবার সিরাজগঞ্জ শহরের শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের পূজা পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, “কুমিরের অশ্রু বর্ষণ কখনো ভুলবেন না। কুমিরের যে চরিত্র— তা সবসময় একই থাকে। কেউ কেউ হঠাৎ ভোটের সময় গীতা পাঠ করে বা হিন্দুপ্রেম দেখায়, এগুলো কুমিরের অশ্রুর মতোই মিথ্যা ভালোবাসা। যাদের চরিত্রে হিন্দুপ্রেম নেই, তাদের এসব অভিনয়ে ভুলবেন না।”
তিনি আরও বলেন, “সম্প্রীতির বন্ধন সবচেয়ে বড় বন্ধন, আর এই বন্ধন বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বরাবরই দৃঢ় রয়েছে।”
অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সহ-সভাপতি শ্রী অমরকৃষ্ণ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিডি প্রতিদিন/আশিক