মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে ‘সমান তালে’ চলতেই এমন সিদ্ধান্ত বলে দাবি তার। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
ট্রাম্পের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এটি করছে যখন তারা তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে 'দানবীয়' হিসেবে আখ্যায়িত করে আসছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আরাগচি আরও বলেন, নিজেদের প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগ নামকরণ করে, এই পারমাণবিক অস্ত্রধারী মাস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করছে।
তিনি আরও যোগ করেন, এই একই মাস্তান ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে 'দানবীয়' বলে আসছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় আরও হামলার হুমকি দিচ্ছে।
আরাগচি স্পষ্টভাবে বলেন, ভুল করবেন না, যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র বিস্তারকারী। যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে বিশ্বকে অবশ্যই এক হতে হবে।
তিনি বলেন, পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা একটি পশ্চাৎমুখী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এই ধরনের জঘন্য অস্ত্রের বিস্তারকে স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে বিশ্বকে অবশ্যই একত্রিত হতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যার মাত্র একদিন আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছিলেন যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং অতীতেও করেনি। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।
বিডি-প্রতিদিন/শআ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        