২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিন। প্রতি বছর এই দিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে দেখা যায় ভ্ক্তদের উপচে পড়া ভিড়। কিন্তু, এ বছর ‘মান্নাত’-এ থাকছেন না শাহরুখ। শোনা যাচ্ছে, সপরিবার নাকি আলিবাগে জন্মদিন পালন করবেন তিনি। এই খবর যখন ছড়িয়ে পড়েছে চারিদিকে, ঠিক সেই সময়ে সুখবর দিলেন বলিউড বাদশা। জানালেন প্রতিবছরের মতো এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা যাবে তাকে।
জন্মদিনে শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর বাইরে এসে দাঁড়িয়ে থাকেন তার অনুরাগীরা, ‘বাদশা’কে এক ঝলক দেখার জন্য। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনও হাত নাড়েন, কখনও ছুড়ে দেন চুমু, কখনও আবার দুই হাত ছড়িয়ে তাঁর পরিচিত পোজ় দেন। তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা।
কিন্তু এ বছর ‘মান্নাত’-এ পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে। যে কারণে অভিনেতা গোটা পরিবার সমেত এখন ভাড়ার ফ্ল্যাটে থাকছেন। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে, এ বছর কি দর্শন দেবেন তারকা?
‘এক্স’-এর পাতায় এক অনুরাগী সরাসরি সেই প্রশ্ন করে বসেন শাহরুখকেই। তিনি জিজ্ঞেস করেন, ‘‘স্যর, এ বছর ‘মান্নাত’-এ ভক্তদের দেখা দিতে আসবেন?’’ উত্তরে শাহরুখ বলেন, ‘‘হ্যাঁ, আসব তো। শুধু এ বার আমাকে শক্ত টুপি পরতে হবে।’’
শাহরুখের রসবোধ মারাত্মক। তার বাড়িতে যে কাজ চলছে, ইঙ্গিতে সেই প্রসঙ্গ টেনেই এমন মজার উত্তর দেন তিনি।
শাহরুখ সব সময়ই জানিয়েছেন, তার জন্মদিন আর তার একার নেই। এটা অন্যদের জন্য উৎসব। বড় তারকা হওয়ার এটাই হয়তো মূল্য দিচ্ছেন। যদিও অভিনেতা সব সময় এমনই একটা জীবন চেয়েছিলেন বলেও জানান। ফলে তাকে ঘিরে এই উদ্দীপনা বেশ উপভোগ করেন।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        