বাবা-মা দুজনই বলিউডের তারকা অভিনয়শিল্পী। সে হিসেবে তিনি তারকাসন্তান। নিজেও অভিনয় জগতে পা রেখেছেন অর্ধযুগ হলো। খ্যাতির বিড়ম্বনা হিসেবে জোটে অযাচিত ‘ব্যক্তিগত সমালোচনা’ও। কীভাবে সেগুলো সামাল দেন সাইফকন্যা সারা আলি খান, জানালেন সেকথা।
তার কথায়, খ্যাতির সঙ্গেই সারাক্ষণ ট্রোল বা সমালোচনা যেন বিনা মূল্যেই হাজির হয়। বিশেষত তা যদি ব্যক্তিগত আক্রমণ হয়, তাহলে যেকোনো মানুষের মনোবল ভেঙে যেতে পারে।
সারা বলেন, আমি নিজেকে বারবার মনে করাই যে, আমার কাজের সম্পর্কে আসা সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটার সম্মান করি। আক্রমণ যদি ব্যক্তিগত হয় বা মনে হয় আমাকে ছোট করার চেষ্টা করছে, তখন সেগুলো নিজের মনে প্রবেশ করতে দিই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি কে, আমার মূল্যবোধ, আমার উদ্দেশ্য এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা।
২০১৮ সালে বলিউডে পা রাখেন সারা। প্রথম ছবি ‘কেদারনাথ’। এরপর একে একে ‘সিম্বা’, ‘কুলি নম্বর ১’, ‘আতরঙ্গি রে’, ‘জারা হাটকে জারা বাঁচকে’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজের মাধ্যমে ইতোমধ্যে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন এ অভিনেত্রী।
বিডি প্রতিদিন/কেএইচটি