বাংলার গ্রামীণ ঐতিহ্যের অন্যতম প্রতীক নৌকা বাইচ। হারিয়ে যেতে বসা এই লোকজ সংস্কৃতি আবারও ফিরে এলো বরিশালের উজিরপুরে।
বৃহস্পতিবার বিকেলে উজিরপুরের সন্ধ্যা নদীতে অনুষ্ঠিত হলো বর্ণিল ও উৎসবমুখর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
জাতীয় জাদুঘরের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে উজিরপুর উপজেলা প্রশাসন ও একটি উন্নয়ন সংস্থা। প্রতিযোগিতা ঘিরে সকাল থেকেই নদীর দুই তীরে মানুষের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই মেতে ওঠেন উৎসবের আমেজে।
কারও হাতে জাতীয় পতাকা, কারও চোখে উচ্ছ্বাস— যেন পুরো উজিরপুর পরিণত হয়েছিল এক মিলনমেলায়। নদীর ধারে বসে ঐতিহ্যবাহী মেলা, রঙিন পোশাকে সজ্জিত দর্শনার্থীদের উপস্থিতি যেন জীবন্ত বাংলা সংস্কৃতিকে তুলে ধরে।
ঢাক-ঢোলের তালে নৌকার ছন্দ, মাঝিদের সমবেত ধ্বনি আর দর্শকের উল্লাস— সব মিলিয়ে পুরো নদীজুড়ে সৃষ্টি হয় উৎসবের ঢেউ।
প্রতিযোগিতা শুরু হয় শিকারপুর সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজ ঘাট থেকে এবং শেষ হয় বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ. জলিল সেতু পর্যন্ত। এতে গোপালগঞ্জ ও মাদারীপুরের ছয়টি নৌকা অংশ নেয়।
নৌকাগুলোর নামকরণ করা হয়- ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক’, ‘কবি জীবনানন্দ দাশ’, ‘সেক্টর কমান্ডার মেজর এম.এ. জলিল’, ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর’, ‘কবি সুফিয়া কামাল’ এবং ‘জুলাই শহীদ’।
প্রতিযোগিতা শেষে মেজর এম.এ. জলিল সেতুর ইচলাদী প্রান্তে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন, রানারআপ ও বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের পরিচালক আসমা ফেরদৌসি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
বিডি-প্রতিদিন/মাইনুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        