চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার পরিচালিত এসব অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। গিয়াস উদ্দিন চন্দনাইশ উপজেলার কানামাদারি এলাকার মৃত শেখ আহমদ নবী চৌধুরীর ছেলে।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার নগরীর হালিশহর থানা এলাকা থেকে সদরঘাট থানার সাজাপ্রাপ্ত আসামি হারুন রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার মো. ছিদ্দিকের ছেলে।
সদরঘাট থানার ওসি আবদুর রহিম জানান, গ্রেপ্তার হারুন তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকালে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাট এলাকায় অভিযান চালিয়ে ৬০০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়াছড়ির মানিকছড়ি থানার মোহাম্মদ বাদশা এবং একই থানার টিনটহরী বড়ডল এলাকার আনোয়ার হোসেন।
হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল