নির্বাচনি প্রতীকের তালিকায় যুক্ত হলো শাপলা কলি।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। নতুন তালিকায় নির্বাচন কমিশনের মোট প্রতীক সংখ্যা দেখা গেছে ১১৯টি।
প্রজ্ঞাপনে বলা হয়, Representation of the People Order, 1972’ (President’s Order no. 155 of 1972) Article 94 এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অধিকতর সংশোধন করা হলো।
নতুন তালিকায় যেসব প্রতীক রয়েছে, সেগুলো হলো-
১. আপেল
২. আনারস
৩. আম
৪. আলমারি
৫. ঈগল
৬. উট
৭. উদীয়মান সূর্য
৮. একতারা
৯. কাঁচি
১০. কবুতর
১১. কলম
১২. কলস
১৩. কলার ছড়ি
১৪. কাঁঠাল
১৫. কাপ-পিরিচ
১৬. কাস্তে
১৭. কেটলি
১৮. কুমির
১৯. কম্পিউটার
২০. কুড়াল
২১. কুলা
২২. কুঁড়েঘর
২৩. কোদাল
২৪. খেজুর গাছ
২৫. গরুর গাড়ি
২৬. গাভি
২৭. গামছা
২৮. গোলাপ ফুল
২৯. ঘণ্টা
৩০. ঘুড়ি
৩১. ঘোড়া
৩২. চাকা
৩৩. চাবি
৩৪. চিরুন
৩৫. চিংড়ি
৩৬. চেয়ার
৩৭. চশমা
৩৮. ছড়ি
৩৯. ছাতা
৪০. জগ
৪১. জাহাজ
৪২. চর্চ লাইট
৪৩. টিউবওয়েল
৪৪. টেবিল
৪৫. টেবিল ল্যাম্প
৪৬. টেবিল ঘড়ি
৪৭. ট্রাক
৪৮. ট্রাক্টর
৪৯. টেলিফোন
৫০. টেলিভিশন
৫১. ডাব
৫২. ড্রেসিং টেবিল
৫৩. ঢেঁকি
৫৪. তারা
৫৫. তালা
৫৬. থালা
৫৭. দাঁড়িপাল্লা
৫৮. দালান
৫৯. দেয়ালঘড়ি
৬০. দোতলা বাস
৬১. দোয়াত কলম
৬২. দোলনা
৬৩. ধানের শীষ
৬৪. নোঙর
৬৫. নৌকা (স্থগিত)
৬৬. পাগড়ি
৬৭. পানির ট্যাপ
৬৮. পালকি
৬৯. প্রজাপতি
৭০. ফুলের ঝুড়ি
৭১. ফুটবল
৭২. ফুলকপি
৭৩. ফুলের মালা
৭৪. বই
৭৫. বক
৭৬. বাঘ
৭৭. বটগাছ
৭৮. বাইসাইকেল
৭৯. বালতি
৮০. বেবি টেক্সি
৮১. বৈদ্যুতিক পাখা
৮২. বৈদ্যুতিক বাল্ব
৮৩. মই
৮৪. মগ
৮৫. মাইক
৮৬. মোটরগাড়ি (কার)
৮৭. মশাল
৮৮. ময়ূর
৮৯. মাছ
৯০. মাথাল
৯১. মিনার
৯২. মোমবাতি
৯৩. মোবাইল ফোন
৯৪. মোটর সাইকেল
৯৫. মোড়া
৯৬. মোরগ
৯৭. রকেট
৯৮. রেল ইঞ্জিন
৯৯. রিকশা
১০০. লিচু
১০১. লাঙল
১০২. শাপলা কলি
১০৩. সোনালি আঁশ
১০৪. সেলাই মেশিন
১০৫. সোফা
১০৬. সিড়ি
১০৭. সিংহ
১০৮. সূর্যমুখী
১০৯. হরিণ
১১০. হাত (পাঞ্জা)
১১১. হাতঘড়ি
১১২. হাতপাখা
১১৩. হাঁস
১১৪. হাতি
১১৫. হাতুড়ি
১১৬. হারিকেন
১১৭. হ্যান্ডশেক
১১৮. হুক্কা
১১৯. হেলিকপ্টার
বিডি প্রতিদিন/একেএ