নারায়ণগঞ্জের রূপগঞ্জের শফিকুল ইসলাম শফিক (৩৬) কে রাজধানীর সবুজবাগ থেকে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার সকালে রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শফিক রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকার ফাইজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি ও অস্ত্রসহ ৮টি মামলা আছে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের কোম্পানি কমান্ডার লে. মো. নাঈম উল হক (বিসিজিএম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রূপগঞ্জের তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় গত ১৮ অক্টোবর শনিবার লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী লোকমান হোসেন কর্ণগোপ এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ও তার লোকজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে ব্যবসায়ী বাধ্য হয়ে ১ লাখ টাকা দেন। এরপর শনিবার ১৮ অক্টোবর দুপুরে দাবি করা আরও ৪ লাখ টাকার জন্য শফিকুল ইসলাম তার লোকজন নিয়ে মোটরসাইকেল যোগে এলাকায় প্রবেশ করে। অভিযোগে বলা হয়, ব্যবসায়ী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার ওপর গুলি চালানো হয় এবং এক গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়। তখন আশপাশের লোকজনের উপস্থিতিতে, স্থানীয়রা জানিয়েছে, সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্ট থেকে এলাকায় চাঁদাবাজি ও সশস্ত্র কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        