রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে অ্যালামনাই এসোসিয়েশন। এমনকি মেধাবীদের বৃত্তি ও পড়াশোনা শেষে চাকরি ক্ষেত্রেও সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এসব কথা বলেন সংগঠনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, আমরা কথা দিয়েছিলাম ক্যাম্পাসের অভ্যন্তরে যাতায়াত সুবিধার জন্য ই-কার চালু করবো। এটা খুব শীঘ্রই চালু হচ্ছে। এছাড়াও মেধাবীদের মেধাবৃত্তির ব্যবস্থার পাশাপাশি চাকরি ক্ষেত্রে সহায়তা করবো। এমন অনেক কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। যেগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে।
এর আগে ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ১০টি বাস দেয় এই অ্যালামনাই এসোসিয়েশন।
বিডি-প্রতিদিন/বাজিত