লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পরিচালিত একাধিক বিশেষ অভিযানে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার রাতে ও দিনে সীমান্তবর্তী ঝাউরানী, মোগলহাট ও গংগারহাট এলাকায় বিজিবির তিনটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে এসব অবৈধপণ্য উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত দিয়ে ভারতীয় গরু ও মাদক পাচারের চেষ্টা চলছে। টহল দল সন্দেহভাজনদের ধাওয়া করলে তারা ফেলে রাখা গরু ও অন্যান্য মালামাল রেখে পালিয়ে যায়। পরে এসব মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় ফেন্সিডিল ৫১ বোতল (মূল্য ২০ হাজার ৪০০ টাকা), ইস্কাফ সিরাপ ২০ বোতল (মূল্য ৮ হাজার টাকা), একটি মোটরসাইকেল (মূল্য ১ লাভ ৩০ হাজার টাকা) এবং ভারতীয় গরু ৮টি (মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা)। উদ্ধারকৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, চোরাচালান প্রতিরোধ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি স্থানীয় জনগণকে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে সহযোগিতার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
বিডি-প্রতিদিন/মাইনুল