কোনো মাঠে কাঁচা-পাকা
কোনো মাঠে শুধু পাকা ধান
কিষানেরা ধান কাটে
তার সাথে ভেসে আসে গান।
কেউ বাঁধে আঁটি আর
কেউ দেখো রাখে সারি সারি
কেউ দেখো ভাঁড়ে তুলে
আঁটিগুলো নিয়ে যায় বাড়ি।
কিষানিরা ধান ভানে
ছন্দ জাগে বড়ই মধুর
দিন এলো নবান্নের
প্রাণে প্রাণে বাজে কত সুর।
যে দিকেই চোখ যায়
সে দিকেই ধান আর ধান
কেউ লিখে কেউ গায়
মনখুলে হেমন্তের গান।