সজীব আলো ধরায় যখন
মমতা দেয় মেখে,
রুক্ষ হৃদয়ে শিশির জাগে
তোমার মর্ম দেখে।
মিটিমিটি আলো জ্বালায়
জোনাক পোকার দল,
অবয়বের শাখায় ঝুলে
প্রেম সোহাগ ছল।
শান্ত নীড়ে সুখের ঝড়
নারীর জ্যোতি মূল,
আঁধার কেটে চন্দ্রিমা তার
পায় কিনারা কূল।
সজীব আলো ধরায় যখন
মমতা দেয় মেখে,
রুক্ষ হৃদয়ে শিশির জাগে
তোমার মর্ম দেখে।
মিটিমিটি আলো জ্বালায়
জোনাক পোকার দল,
অবয়বের শাখায় ঝুলে
প্রেম সোহাগ ছল।
শান্ত নীড়ে সুখের ঝড়
নারীর জ্যোতি মূল,
আঁধার কেটে চন্দ্রিমা তার
পায় কিনারা কূল।