জানালা সব খোলা রাখো
আসুক একটু হাওয়া
ঐ হেমন্ত আসছে হেসে
যাচ্ছে খবর পাওয়া।
কাশবনের ঐ একটু দূরে
কচি কচি ধানে
পাখপাখালির কিচিরমিচির
মন ভরে যায় গানে।
কার্তিক-আগোন ঐ আসছে
নয়া চালের পিঠা
ভাবতে লাগে ভীষণ ভালো
ম ম দাদুর ভিটা।
হলুদ খামে আসবে চিঠি
হাওয়ায় ভেসে ভেসে
নবান্নের ঘ্রাণ আসছে নাকে
খুশিতে মন হাসে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        