জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে দলগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি তীব্র আকার ধারণ করেছে। এ নিয়ে রাজনীতিতে চলছে টালমাটাল অবস্থা। বিএনপি জোরালো দাবি জানিয়েছে, জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হবে না। নভেম্বরেই গণভোটের দাবিতে অনড় জামায়াতে ইসলামীসহ আট দল। এনসিপি বলছে, দেশ গৃহযুদ্ধের দিকে গেলে তার দায় অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার।
► জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট নয় : বিএনপি
► গণভোটের এখনই তারিখ ঘোষণা করুন : জামায়াত
► দ্রুতই গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
► বিতর্কের ঝড় আমলে নিচ্ছে না ঐক্য কমিশন
► প্রতারণার কাঠগড়ায় সরকার : মান্না