পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, গণ অভ্যুত্থান কখনো কেবল একটি আন্দোলনের নাম নয়, এটি জনগণের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন। এ আকাঙ্ক্ষা আজ সুস্পষ্ট- দেশের মানুষ বিচার চায়, সংস্কার চায় এবং চায় একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন। অন্যায়, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে এ গণ অভ্যুত্থান হচ্ছে মানুষের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
গতকাল বিকালে পিরোজপুরের ২ নম্বর পত্তাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নম্বর পত্তাশী ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে শাসক পরিবর্তনই যথেষ্ট নয়; বাংলাদেশের উন্নয়নে এখন প্রয়োজন নীতির পরিবর্তন, গঠনমূলক সংস্কার এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি জবাবদিহিমূলক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা। গণ অভ্যুত্থানের এ আহ্বান কোনো দলের নয়, এটি পুরো জাতির- যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠ একত্রিত হয়েছে ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসনের পক্ষে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের পক্ষে। তাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ প্রণীত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তুতি চলছে। ইনশা আল্লাহ পিরোজপুরবাসী ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
মাসুদ সাঈদী আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, আল্লাহর দয়ায় আমরা যদি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে ইনশা আল্লাহ আমরা পিরোজপুরে সরকারি ব্যবস্থাপনায় শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ভেঙে পড়া সড়কব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও নদীভাঙন এলাকা চিহ্নিত করে টেকসই বাঁধের ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয়, বরং আমাদের লক্ষ্য একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন করা।
জামায়াতের পত্তাশী ইউনিয়ন আমির হাফেজ মাওলানা আবদুল্লাহ আল ফায়সালের সভাপতিত্বে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শেখ আবদুর রাজ্জাক।
প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা জামায়াতের সাবেক আমির মো. হাবিবুর রহমান, জিয়ানগর উপজেলা জামায়াতের আমির ?মাওলানা আলী হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন জিয়ানগর উপজেলা সভাপতি মো. মামুন হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জিয়ানগর উপজেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভোট কেন্দ্র প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।