মা মরেছে যক্ষ্মা রোগে
বাপে ট্রাকের চাপায়,
নদীর জলে ঝাঁপ দিলো
ধর্ষিতা বিনু আপায়।
বড়ো ভাইটা পঙ্গু এখন
গুলি খেয়ে বাঁ পায়,
শিশু সেতু কাজ করে খায়
যেখানে যখন যা পায়।
বাসস্টপের ছাউনিতে থাকে
উদলা শরীর কাঁপায়,
পেটের মধ্যে ক্ষুধার নাচন
থেকে থেকে দাপায়।
সুখের দিনের স্মৃতিগুলো
চোখের তারায় লাফায়,
স্বপ্নে গায়ে কম্বল জড়ায়
প্রিয় বিনু আপায়।