জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, ষড়যন্ত্র, চক্রান্ত গভীর থেকে গভীরতর হচ্ছে। সময় এসেছে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। এ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ—দেশ, উপমহাদেশ ও বিশ্বব্যাপী এক বৈরী সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
মোস্তফা আমীর ফয়সল বলেন, বাংলাদেশকে যদি সোনার বাংলায় রূপান্তর করতে হয়, তবে আগে প্রতিটি মানুষকে সোনার মানুষে রূপান্তর করতে হবে। সৎ ও জ্ঞানী মানুষ ছাড়া এদেশের মঙ্গল সম্ভব নয়।
তিনি আরও বলেন, জাকের পার্টি বিগত ৩৬ বছর ধরে বিশ্বওলির আদর্শে আদর্শিত হয়ে কাজ করছে। আমাদের নেতাকর্মীদের ক্ষমতার লোভ নেই, তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি বা লুটপাটের সঙ্গে জড়িত নয়। ক্ষমতা আমাদের কাছে বড় নয় — দেশ আমাদের কাছে বড়।
বিডি-প্রতিদিন/মাইনুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        