জিতলে লাভ নেই। হারলেও ক্ষতি নেই। বসুন্ধরা কিংসের এক টেনশনমুক্ত ম্যাচ। এএফসি চ্যালেঞ্জ লিগের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংস মুখোমুখি হবে আজ স্বাগতিক কুয়েত এসসির বিপক্ষে। রাত ১০টায় ম্যাচ শুরু হবে। আনুষ্ঠানিকতায় ম্যাচে কী করবেন তপু বর্মণরা? ওমান আলসিব ও লেবানন আল-আনসারের কাছে হেরে কিংসের চূড়ান্ত পর্বে খেলার আশা শেষ। জিতলেও বিদায়। তবে কিংস যদি কুয়েতের মাটিতে কুয়েতের চ্যাম্পিয়নকে হারাতে পারে তাহলে দুই হারের গ্লানি অনেকটা মুছে যাবে। সম্মান নিয়ে দেশে ফিরতে পারবে। টেনশনপূর্ণ ম্যাচ বলে নির্ভারে খেলতে পারবেন মারিও গোমেজের শিষ্যরা। কিংসের জন্য গুরুত্ব না হলেও কুয়েত এসসির কাছে এ ম্যাচের আবেদন পুরোপুরি আলাদা। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন এখনো নির্ধারিত হয়নি। আলসিব ও কুয়েত এসসি দুই ম্যাচে সমান চার পয়েন্ট সংগ্রহ করেছে। আজ দিনের প্রথম ম্যাচে আলসিব ও আল-আনসার মুখোমুখি হবে। আলসিব যদি জিতে যায় কুয়েতের ক্লাবটি ড্র করলে রানার্সআপ হবে। যাক অন্যদের পরিসংখ্যান খতিয়ে লাভ নেই। কিংস কী করবে সেটাই বড় প্রশ্ন। প্রথম ম্যাচে ভালো খেলেও ওমানের আলসিবের কাছে জেতা ম্যাচে ২-৩ গোলে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে লেবানন আল-আনসারের কাছে ৩-০ গোলে হারে। এবারের মিশনে দুই ম্যাচে কিংস গোলের সুযোগ যেমন হাত ছাড়া করেছে।
তেমনি আবার গোল হজম করেছে রক্ষণভাগের দায়িত্বহীনতায়। আল-আনসারের বিপক্ষে প্রথম দিকে প্রায় ফাঁকা নেটেও গোল করতে পারেননি ডরিয়েলটন, সানডে, রাকিবরা। প্রথম ম্যাচেও একই হাল। আজ কী করবে সেটাই এখন অপেক্ষা।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        