ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি
মেঘের মেয়ে তুমি
টিনের চালে রুম ঝুমাঝুম
বাজাও যে ঝুমঝুমি।
টাপুরটুপুর ঝুপুরঝুপুর
মেঘলা দিনে বাজাও নূপুর
ঝমঝমাঝম বৃষ্টি দিয়ে
ভেজাও জমিন তুমি
তোমার ছোঁয়ায় গাছগাছালি
জাগলো সবুজ ভূমি।
 
                                                            ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি
মেঘের মেয়ে তুমি
টিনের চালে রুম ঝুমাঝুম
বাজাও যে ঝুমঝুমি।
টাপুরটুপুর ঝুপুরঝুপুর
মেঘলা দিনে বাজাও নূপুর
ঝমঝমাঝম বৃষ্টি দিয়ে
ভেজাও জমিন তুমি
তোমার ছোঁয়ায় গাছগাছালি
জাগলো সবুজ ভূমি।