বড় আপার একটি মেয়ে
নামটি যে তার অথৈ,
হতে হবে অনেক বড়
তোমার বাবার মতোই।
পড়ার সময় পড়তে হবে
খেলার সময় খেলা,
পড়ালেখায় করবে না তো
কোনো অবহেলা।
নিয়ম মেনে চললে পরে
বাবার মতোই হবে,
দেশের সেবায়, দশের সেবায়
তুমি সদাই রবে।
বড় হয়ে তুমি যদি
থাকো সবার পাশে,
সবার ভালো, তোমার ভালো
হবে অনায়াসে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        