চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, আসন্ন নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হলে পুলিশদের নির্বাচনী আইন ও বিধি এবং করণীয় ও বর্জনীয় বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা দরকার।
বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা পুলিশ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে পুলিশদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আধুনিক পুলিশ লাইন্স মেস, জিমনেসিয়াম, নতুন এমটি শেড এবং বান্দরবান কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক