জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিমসহ তিনজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এদিন পুলিশ সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করে। আদালতে তোলা হলে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে ১৫ অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের জন্য এ দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সিএমপি সাবেক কমিশনারের সরাসরি সম্পৃক্ততা মিলেছে। শহীদ ওয়াসিম ছাড়া অন্যরা হলেন- শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও ফারুক।
প্রসঙ্গত, চট্টগ্রামের চান্দগাঁও থানার মামলায় ১২ ফেব্রুয়ারি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সিএমপির এই সাবেক কমিশনার। গত বছর ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তার মা জোছনা বেগম।
বিডি প্রতিদিন/আরাফাত