মোংলায় পুষ্টি, স্বাস্থ্যবিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার মিঠাখালী ইউনিয়নের 'খাসেডাঙ্গা এবিএস মাধ্যমিক বিদ্যালয়' চত্বরে এই অনুষ্ঠান আয়োজন করে কোডেক (কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার) এর স্বপ্নযাত্রা প্রকল্প।
প্রচারণার অংশ হিসেবে পুষ্টি বিষয়ক র্যালী, আলোচনা সভা, নাটক, গান পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও কোডেক স্বপ্নযাত্রা প্রকল্পের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেকের স্বপ্নযাত্রা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মোঃ মোতালেব শেখ, খাসেডাঙ্গা এবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কোডেকের অন্যান্য কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        